বীরপাড়ায় জুবিলি ক্লাবের পরিচালনায় চলছে এমপি কাপ নক আউট ফুটবল প্রতিযোগিতা। শনিবার জুবিলি ক্লাবের মাঠে মুখোমুখি হয় রেডবুল ফুটবল ক্লাব এবং ইউনাইটেড আফ্রিকান ফুটবল ক্লাব। তবে গো হারা হেরেছে ইউনাইটেড আফ্রিকান ফুটবল ক্লাব। ওই দলটিকে রেডবুল ফুটবল ক্লাব ছয় - শূন্য গোলে পরাজিত করেছে। ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার পেয়েছেন রেডবুলের দিনার নার্জিনারি। তিনি ৩ গোল করেন। ম্যাথিয়াস কিস্কু, ডিএম এক্কা এবং বিলীন নার্জিনারিরা ১ টি করে গোল করেন। রেডবুল একের পর এক গোল ক