প্রেমে প্রতারণা প্রেমিকের। ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে গতকাল থেকে। তাদের মধ্যে নাকি সিঁদুর পরিয়ে বিয়েও হয়েছিল। এই নিয়ে গতকাল রাতে ইশা দাসের প্রেমিকের বাড়ির সামনে -স্ত্রী মর্যাদা নিয়ে তোলপাড় হয়েছিল। অবশেষে শুক্রবার প্রেমে প্রতারিত হওয়া ইশা দেব পূর্ব আগরতলা মহিলা থানায় প্রতারক প্রেমিকের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে।