100 লিটার মদ সহ হাতেনাতে গ্রেপ্তার দুই চোলাই মদ পাচরকারি।শনিবার ধৃতদের আদালতে পেশ করলো আরামবাগ থানার পুলিশ।ধৃতদের নাম মিঠুন দলুই ও রাজেশ ধারা।পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার রাতে আরামবাগের মলয়পুর এলাকায় দুজনের চোলাই মদ পাচার করছিলো।গোপন খবর পেয়ে এলাকায় হানা দেয় পুলিশ।সেখানেই তাঁদের ধাওয়া করে হাতেনাতে ধরে ফেলে।তাঁদের কাছ থেকে উদ্ধার হয় 100 লিটার চোলাই মদ।মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তাঁদের গ্রেপ্তার করে পুলিশ এবং আজ তাঁদের আরামবাগ আদালতে পেশ করে।