শনিবার আলিপুরদুয়ার শহর ও আলিপুরদুয়ার -১ ব্লক জুড়ে পবিত্র ঈদ উল আযহা পালন করা হলো সাড়ম্বরে।সকালে বিভিন্ন মসজিদে এদিন ঈদের নামাজের আয়োজন করা হয়। শহরের ফিরদৌসি জামা মসজিদে নামাজের পর শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়।পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মসজিদ গুলোয় সকাল থেকেই লোকের ভিড় হয় ।সোনাপুর এলাকাতেও একই ছবি দেখা যায়। চড়া রোদে নামাজের যেন সমস্যা না হয় সেজন্য মসজিদ গুলোর সামনে প্যান্ডেলও করা হয়েছিল।