পুরুলিয়ার নিতুড়িয়ার পারবেলিয়া স্বরস্বতী ক্লাবের মেগা গণেশ পুজোর ২৭তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে বুধবার দুপুরে বিশাল একটি শোভাযাত্রা পরিক্রমা করল নিতুড়িয়ার বিভিন্ন এলাকায়।গণেশ পুজো উপলক্ষ্যে এদিন এই ধর্মীয় শোভাযাত্রায় প্রচুর মানুষ জন অংশগ্রহণ করছিলেন।নিতুড়িয়ার পারবেলিয়া স্বরস্বতী ক্লাবের গণেশ পুজো কমিটির কনভেনার তথা নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব জানান ,২৭বর্ষ পূর্তি উপলক্ষ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।