Canning 1, South Twenty Four Parganas | Sep 3, 2025
ন্যাশানাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন ও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের উদ্যোগে এইচ আই ভি এইডস সম্পর্কে এলাকার মানুষকে সচেতন করতে পথ নাটিকার আয়োজন করা হল ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে। বুধবার দুপুরে ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগের সামনে কয়েকজন কলাকুশলী এ সম্পর্কে সচেতনতামূলক পথনাটিকা করেন তাঁরা।