ঘটনাটি শুক্রবার রাতে অসমের ধুবড়ি জেলার রন পাগলি এলাকার ঘটনা এবং রাতেই আহত যুবককে নিয়ে আসা হয় তুফানগঞ্জ হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরিবারের তরফ থেকে জানা যায় তার নাম সিরাজুল মন্ডল। জন্মসূত্র অসমের বাসিন্দা হলেও বর্তমানে তিনি বালাবত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুটি এলাকায় বসবাস করছেন। শুক্রবার রাতে হাডুডু খেলা দেখার জন্য গিয়েছিলেন রন পাগলি এলাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।