শুক্রবার দেহটিকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে থানা সূত্রে খবর। পুলিশ জানিয়েছে মৃতার নাম বিসাদি রাভা(৬০) । বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে যাবার পথে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। দ্রুত উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।