৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে সেরা বামনহাট যুবসংঘ। স্বর্গীয় শরৎচন্দ্র রায়ের স্মৃতিকে স্মরণে রেখে সোমবার বিকেল পাঁচটা নাগাদ মহাকালহাট হাই স্কুল মাঠে আয়োজিত হলো ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। আয়োজনের দায়িত্বে ছিল পাথরশন মহাকালহাট স্মৃতি সংঘ ও পাঠাগার। ফাইনালে মুখোমুখি হয় বামনহাট যুবসংঘ ও খাটামারি অগ্রদূত সংঘ। প্রথম থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।