জাতীয় পতাকা হাতে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর পথ আটকে বিক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের। কি এমন ঘটনা ঘটল তাই ব্যবসায়ীদের এত উত্তেজনা জাতীয় সড়কের উপর? উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা মল্লারপুরের বুকের উপর দিয়ে যাওয়া এই ১৪ নম্বর জাতীয় সড়ক। আর সেই বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে ১৪নং জাতীয় সড়কের হয়েছে বেহাল দশা।বেহাল রাস্তার হাল ফেরাতে ক্ষণিকের পথ অবরোধ মল্লারপুর স্থানীয় ব্যবসায়ীদের।