আগামী ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মাঠে নামল বিজেপি। শুরু হলো বিজেপির করন অভিযান। ভুয়ো ভোটার রুখতে খড়্গপুরে বিজেপির তরফে চলছে বুথ ভেরিফিকেশন কর্মসূচি। আজ সোমবার বিকেল প্রায় সাড়ে ছটা নাগাদ খড়গপুর শহরে চা চক্রের মাধ্যমে এই বুথ ভেরিফিকেশন কর্মসূচি আয়োজিত হল বিজেপির। এদিন খড়গপুর গ্রামীন বিধানসভার ৮০ নম্বর বুথে বুথ ভেরিফিকেশন এর কাজ সম্পন্ন হয়। সেই সাথে বুধ স্বশত্তীকরণ অভিযানও সম্পন্ন হয়।