তীব্র নদী ভাঙ্গন ও বন্যা প্লাবিত হয়ে যাওয়ার কারণে চরম সমস্যায় উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া এলাকার বাসিন্দারা। বিস্তীর্ণ এলাকার মানুষের দুর্দশা পরিদর্শন করতে নদীপথে নৌকায় করে ওই এলাকায় পৌঁছলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। দলীয় নেতাকর্মীদের সাথে বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের সমস্যা খোঁজ খবর নিলেন। তারা সরকারি সুবিধা সঠিক ভাবে পেয়েছেন কিনা এবং কি ধরনের দাবি দাওয়া রয়েছে সেই সমস্ত বিষয়ে খোঁজ-খবর নেন সাংসদ।