মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ দুপুরে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অর্থানুকূল্যে নব পরিকল্পিত এগরা 2নং ব্লকের দক্ষিণ চৌমুখ থেকে পটাশপুর 2নং ব্লকের উত্তর চৌমুখ পর্যন্ত কাঠের ব্রিজের শুভ আনুষ্ঠানিক উদ্বোধনের সন্ধিক্ষণে উপস্থিতি ছিলেন পূর্ব মেদিনীপুরের সভাধিপতি উত্তম বারিক। বহুদিনের প্রতিক্ষণের পরে আর সেই মুহূর্তে অবসান ঘটলো।