কলকাতায় প্রদেশ কংগ্রেসের দফতরে হামলার প্রতিবাদে রায়গঞ্জের ঘড়ি মোড়ে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ৷ উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ কংগ্রসের কর্মী সমর্থক ও নেতৃত্বরা। মঙ্গলবার সন্ধ্যায় জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন গত মাসে সকাল বেলা আমাদের প্রদেশ কংগ্রেস দফতরে হামলা চালায় রাকেশ সিং, পুলিশের সামনে সেই ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ করেন তিনি৷ এই বিষয়ে মোদী দিদির সেটিং তত্বও সামনে আনেন।