চড়িলাম মন্ডলের নতুন বিজেপি কার্যালয় এবং গনেশ পূজার উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, বুধবার দুপুরে।এছাড়া উপস্থিত ছিলেন চড়িলাম মন্ডল সভাপতি তাপস দাস, চড়িলাম গনেশ পূজা কমিটি সভাপতি অমল দেবনাথ, পূজা কমিটির সম্পাদক রাজেশ দেবনাথ, সিপাহীজলা জেলা জন জাতি মোর্চার সভাপতি কানুরাজ দেববর্মা।