Barasat 1, North Twenty Four Parganas | Sep 28, 2025
স্বপ্নদেশের চার মুখী দুর্গা: গরু বিক্রি করে পুজোর অর্থ জোগাড় করেন দত্তপুকুরের কৃষ্ণা ব্যানার্জী দত্তপুকুরের কৃষ্ণা ব্যানার্জী প্রায় ৫০ বছর ধরে এক বিশেষ নিয়মে দেবী দুর্গার আরাধনা করে আসছেন। তাঁর পুজোর প্রধান বৈশিষ্ট্য হলো স্বপ্নাদেশে পাওয়া দেবী দুর্গার চার মুখ বিশিষ্ট ভিন্ন রূপ। এই মূর্তিতে উপরে জগদ্ধাত্রী, মাঝে দুর্গা, ডানে কালী এবং বাঁয়ে চামুণ্ডা থাকেন, সঙ্গে থাকে মহিষ। আরাধনার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় হয় এক অভিনব উপায়ে। সারা বছর গরুর বাছুর লালন-প