পুরুলিয়া ঘোষলা লেভেল ক্রসিং এর আন্ডার পাসের জন্য পাথর কাটার কাজ চলছে দ্রুতগতিতে। ওই আন্ডারপাস হলে বহু মানুষ উপকৃত হবে কারণ প্রতিদিন ওই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন এমনকি হাতোয়ারা হাসপাতালে যেতে হয় বহু মানুষকে। ফলে দ্রুত আন্ডার পাস তৈরি হলে উপকৃত হবেন বহু মানুষ।