সামান্য বৃষ্টি হলেই জল যন্ত্রণায় দুর্ভোগের শিকার বহরমপুরের সাধারণ মানুষ। শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে উড়ছে হাজারো প্রশ্ন, শহরের বেশিরভাগ রাস্তায় খানা খন্দে ভরপুর, নিকাশি ব্যবস্থার বেহাল দশা যার কারণে সামান্য বৃষ্টিতে জল যন্ত্রণা শিকার শহর বহরমপুরের মানুষ। আজ আবারো সামান্য বৃষ্টিতেই জল যন্ত্রণায় দুর্ভোগের শিকার।