পাড়া ব্লক কমিউনিটি হলে আয়োজিত হলো তিন দিনের ICDS এর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। শুক্রবার দুপুর প্রায় বারোটার সময় থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে মূলত PBPB ট্রেনিং, পোষণ ভি, পড়াই ভি, আইসিডিএস-এর প্রি-স্কুল কার্যক্রম এবং অপুষ্টি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাড়া প্রজেক্টের আইসিডিএস সুপারভাইজার দিদিরা এবং পিডি ফ্যাসিলিটেটর মলয় গাঙ্গুলি সহ অন্যান্য কর্মকর্তারা। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আঙ্গনওয়াড়ি কর্মী