আজ সন্ধ্যায় আগরতলা যাওয়ার সময় ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির মাননীয় সহ সভাপতি তাপস ভট্টাচার্য আমবাসা স্থিত ভারতীয় জনতা পার্টির ধলাই জেলা কার্যালয় তথা অটল ভবনে আকস্মিক ভ্রমণে আসেন এবং উনার সথে সৌজন্য মূলক সাক্ষাত করেন আমবাসা মন্ডল কমিটির সভাপতি অজয় অধিকারী , ধলাই জেলা কমিটির সহ সভাপতি মৃদুল দত্তসহ জেলা এবং মন্ডল এর একাধিক কার্যকর্তা।