শুক্রবার বিনপুর 2 ব্লকের টংভেদা গ্ৰাম সভার ব্যাক্তিগত দাবি খতিয়ে দেখতে আসেন BLRO এবং ভুলাভেদা রেঞ্জ অফিসের আধিকারিকরা। এদিন সকাল নাগাদ টংভেদা এলাকায় তাঁরা তদন্ত করেন। জানা গেছে টংভেদা গ্ৰামের মানুষ ২০০৬ বনাধিকার অনুযায়ী ব্যক্তিগত ও সমষ্টিগত দাবি সাব ডিভিশনাল লেভেল কমিটিতে জমা দিয়েছিলেন। সেই দাবি অনুযায়ী এদিন তাঁরা সরজমিনে তদন্তে আসেন।