ব্যাঙকান্দি গ্রামে মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ, ঘটনার নমুনা সংগ্রহে ফরেন্সিক টিম ময়নাগুড়ি ব্লকের ব্যাঙকান্দি এলাকার কামারপাড়ায় গতকাল স্বামীর হাতে খুন হয়েছিল স্ত্রী। সেই ঘটনার তদন্তে শনিবার বিকেলে জলপাইগুড়ি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রিজিওনাল ফরেনসিক সাইন্স ল্যাবরেটরির ডক্টর মৌসুমি রক্ষিত তার টিম নিয়ে এদিন অভিযুক্ত রমেশ রয়ের বাড়ি যেখানে খুন হয়েছিল সেই ঘরে এবং তার আশেপাশে সবকিছু নমুনা সংগ্রহ করেন ।