আড়াই বছরে শিশুকে গলা চাপা দিয়ে মেরে পুকুরে ফেলে দেয় পাচারকারীরা,সুষ্ঠু তদন্তের দাবিতে বিশালগড় থানা ঘেরাও করলো এলাকাবাসী। জানাযায় বিগত ২৫ই শে আগস্ট রোজ সোমবার অফিসটিলা নীলকমল এলাকার বিশ্বজিৎ ঘোষের একমাত্র আড়াই বছরের শিশুটি তার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে এক পুকুরের মধ্যে মৃত অবস্থায় উদ্ধার হয়।মৃত শিশুটির নাম বিবেক ঘোষ।