sir বাতিলের দাবিতে , কৃতিভিত্তিক ও কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্পায়ন চাই এছাড়াও একাধিক দাবি-দাওয়া নিয়ে RYF এর কোচবিহার থেকে কলকাতা অধিকার যাত্রা কর্মসূচি। বুধবার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এসে পৌঁছালো অধিকার যাত্রার ্যালি পাশাপাশি কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে RYF নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।