পূর্বপুরুষদের স্মরণে পুরুলিয়া শিমুলিয়ার কাঁসাই নদীর সন্নিকটের ঘাটে দেখা গেল তর্পণ। এদিন মহালয়ার দিন সকাল আটটা থেকে দেখা গেল পূর্বপুরুষদের স্মরণে জল তিল ,জব ইত্যাদি দিয়ে চলছে তর্পণ পর্ব ।বহু মানুষের সমাগম কাঁসাই নদীর সন্নিকটে এবং রয়েছে টামনা থানা পুলিশের কড়া নিরাপত্তা।