প্রতিশ্রুত বেতন দেওয়া হয়নি! মেটানো হয়নি পুরনো বকেয়া। মেদিনীপুর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ মেদিনীপুর পৌর এলাকার ডেঙ্গু অভিযানে থাকা মহিলা কর্মীদের। সোমবার অফিস সময়ের শুরু থেকেই পৌরসভার সামনে বিক্ষোভ দেখান তারা। দাবি করেন বেতন বৃদ্ধি করে অবিলম্বে বকেয়া বেতন মেটাতে হবে পৌর কর্তৃপক্ষকে।