সামান্য মুরগিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারি ঘটনায় মৃত দুইজন। জানা গেছে,ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের সিংদুই গ্রামে দুই পরিবারের বিবাদে খুন দুই জন।নায়েক বাড়ির একটি মুরগি না পেয়ে বুধবার প্রতিবেশী নায়েক বাড়িতে চড়াও পরিবার।এতেই শুরু হয় গন্ডোগোল তাতে ধারাল অস্ত্র দিয়ে এলো পাতাড়ি কোপ মৃত্যু হয় সরুপ নায়েক ৫১ ও অজয় নায়েক ২৫ এর।এই ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় নয়াগ্রাম থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য আনা হয় ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে।