শনিবার দুপুর দু’টো নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অনুষ্ঠিত হলো জাতীয় লোক আদালত। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই লোক আদালতে বালুরঘাট জেলা আদালতে পাঁচটি ও বুনিয়াদপুরের গঙ্গারামপুর মহকুমা আদালতে চারটি—মোট নয়টি বেঞ্চ বসে। এদিন প্রায় সাড়ে ছ’হাজার মামলা শুনানির জন্য তোলা হয়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা কেয়া বালা জানান, এর মধ্যে আটশোরও বেশি কোর্ট কেস সরাসরি শুনানিতে ওঠে। সকাল থেকেই বিচার প্রার্থীরা আদালত প্রাঙ্গণে ভিড় জ