কিউবা দেশের আর্থিক সংকটের পাশে দাঁড়িয়ে সহায়তার উদ্দেশ্যে আজ ঝালদা দু'নম্বর ব্লকের বেগুনকোদর এলাকায় সাধারণ মানুষদের কাছ থেকে গন অর্থ সংগ্রহের অভিযানে সামিল হলো ক্ষেতমজুর ইউনিয়নের ঝালদা দু'নম্বর ব্লক সংগঠন । এই কর্মসূচিতে রাজ্য,জেলা এবং ব্লক নেতৃত্ব যোগ দিয়েছিলেন ।