This browser does not support the video element.
ইংরেজবাজার: জামালপুর এলাকায় বৌদিকে কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে
English Bazar, Maldah | Sep 1, 2025
বৌদিকে কোদাল দিয়ে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে মালদহের জামালপুর গ্রামে। দুপুর আনুমানিক দুটো নাগাদ দেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় অভিযুক্ত দেওর সঞ্জীব কিস্কুকে বাড়ির বারান্দায় বেঁধে রাখেন পরিবারের লোকেরা। পুলিশ জানিয়েছে, মৃত সুনীতা মুর্মু(২৮) সকালে পুকুরে কাজ করছিলেন। সে সময় তাঁকে কোদাল দিয়ে আঘাত করে সঞ্জীব।