আরামবাগের ভাঁটার মোড়ে গণেশ চতুর্থী উপলক্ষে জুনিয়র সংঘের গণেশ পুজোর থিম— “হারানো দিনের স্মৃতি”। যা বিশেষ নজর কেড়েছে।বৃহস্পতিবার জানা যায়,এবার অষ্টম বর্ষে পদার্পণ করা এই পুজো।মণ্ডপের মূল ভাবনা ছোটবেলার হারিয়ে যাওয়া শৈশবকে ফিরিয়ে আনা।একসময় মাঠ মানেই ছিল খেলাধুলার আসর। কিন্তু আজকের দিনে মাঠে গিয়ে দেখা যায় খেলার জায়গা প্রায় নেই।এই বাস্তবতাকেই শিল্পীর কল্পনায় জীবন্ত করে তুলেছে পুজো মণ্ডপ।