পবিত্র ঈদে মিলাদুন্নবী (ছঃ) উপলক্ষে প্রস্তুতি জোরদার টান্টুতে। হাইলাকান্দিতে ঐতিহ্যবাহী টান্টু ছাহেব বাড়ীর টঙ্গীতে দক্ষিণ হাইলাকান্দি ঈদে মিলাদুন্নবী (ছঃ) উদযাপন কমিটির ব্যবস্হাপনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আজ শুক্রবার। এ প্রস্ততি সভায় আগামী ১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (ছঃ) উপলক্ষে বিভিন্ন কার্যসূচীর উপর আলোচনা করা হয়।