হরিহরপাড়ায় পুলিশ দিবস উদযাপনে উপস্থিত SP ও MP পুলিশ দিবসের বিশেষ আয়োজন হরিহরপাড়ায়। সোমবার সন্ধ্যায় হরিহরপাড়া থানা প্রাঙ্গণে থানার আইসি অরুপ কুমার রায়ের উদ্যোগে পালিত হলো পুলিশ দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস, বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাসসহ জেলা ও মহকু