শান্তিপুরের গয়েশপুরে বর্ষার কারণে ক্ষতির মুখে চাষীরা, পুজোর আগে কপালে ভাঁজ চাষীদের, বর্ষা ও বিক্ষিপ্ত বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির মুখে শান্তিপুরের গয়েশপুর অঞ্চলের চাষীরা, একমাত্র পাট চাষ ছাড়া সব সবজি ও ফুলের চাষেও ব্যাপক ক্ষতির মুখে চাষীরা বলে জানা যায়। পুজোর আগে লাভের মূখ তো দূরের কথা চরম ক্ষতির মুখে চাষীরা আর আজ দুপুর ৩ টে নাগাদ গয়েশপুর থেকে এক চাষী আমাদের ক্যামেরার সামনে কি জানাচ্ছেন শুনুন তার মুখ থেকেই।