দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ দুর্গাপূজার ভিড়ের মধ্যে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা বদ্ধপরিকর, তার প্রমাণ মিলল আবারও। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তালের নেতৃত্বে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বালুরঘাট শহরের বিগ বাজেটের মণ্ডপগুলিতে গিয়ে নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। মঙ্গলবার গভীর রাতে, সাড়ে বারোটা থেকে পৌনে একটা নাগাদ, পুলিশ সুপার বালুরঘাটের প্রগতি সংঘের পুজো মণ্ডপে গিয়ে সেখানে স্থাপিত নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন।