রাষ্ট্রীয় কুষ্ঠ নির্মুলীকরণ অভিযান সংক্রান্ত বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো মানবাজার-২ নং ব্লকে।সোমবার বিকেল ৩ টা থেকে মানবাজার দু'নম্বর ব্লকের সভাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কুষ্ঠ রোগ সংক্রান্ত ব্লক এলাকায় কিভাবে সচেতনতার প্রচার চালানো হবে তা নিয়ে বিশদে আলোচনা হয়। উপস্থিত ছিলেন মানবাজার দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো সহ বোরো থানা ও ব্লক এলাকার স্বাস্থ্য কর্মীরা।