রামচন্ডি-নিমাইচান্দপুর জেলা পরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভুইয়া আজ বৃহস্পতিবার প্রখ্যাত ইসলামি পন্ডিত মাওলানা আহমেদ সায়ীদ গোবিন্দপুরির স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং আশীর্বাদ কামনা করেন তিনি। এদিন হাইলাকান্দি সহ গোটা বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নে মতবিনিময় করেন তিনি। এতে রাত সাড়ে নয়টা নাগাদ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার দীননাথপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আব্দুল আহাদ লস্কর সহ বিশিষ্টরা।