Deganga, North Twenty Four Parganas | Sep 12, 2025
আইন মেনে গাড়ি না চালানোয় বাইক ও চার চাকা গাড়ির দশজন চালককে জরিমানা করল বেড়াচাঁপা ট্রাফিক গার্ড। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ দেগঙ্গা ব্লকের কালিয়ানী বিলের কাছে টাকি রোডে ওই দশ জন চালককে পুলিশ জরিমানা করে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে দেগঙ্গা ব্লকের কালিয়ানি বিলের কাছে গাড়ির গতিবেগ ৩০ কিলোমিটার থাকার কথা। এ ব্যাপারে একটি বোর্ড লাগানো আছে টাকি রোডের ধারে। কিন্তু বেশ কিছু গাড়ি অতিরিক্ত গতিতে চালানোয় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেড়াচ