শনিবার দুপুর ১২ টা নাগাদ নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের টন্ডু ডিভিশনের ১৬ নং সেকশনে একটি আস্ত ছাগলকে গিলে ফেলল ১৫ ফুটের একটি বিশাল অজগর সাপ। খবর পেয়ে অবশ্য এদিন দুপুরেই বিশাকৃতির ঐ সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় খুনিয়া রেঞ্জের বনকর্মিরা। জানা গিয়েছে খেরকাটা জঙ্গল সংলগ্ন এই চাবাগানের ভিতরে প্রতিদিন ছাগল গরু ঢুকে ঘাস খায়।এদিনও একই বহু গৃহপালিত পশু এই চাবাগানে চড়ে বেড়াচ্ছিল। কিন্তু আগে থেকেই জঙ্গল থেকে একটি অজগর সাপ চাবাগানে শিকারের খোজে ওত পেতে ছিল।