CPIM রায়গঞ্জ উত্তর এরিয়া কমিটির পার্টি অফিসের কাজের উদ্বোধনে মহারাজায় দলীয় রাজ্য সম্পাদক মহঃ সেলিমের প্রকাশ্য সমাবেশ। হেমতাবাদ ও রায়গঞ্জ উত্তর এড়িয়া কমিটির আহ্বানে এই সমাবেশের ডাক দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মহাঃ সেলিম, জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ CPIM এর কর্মী সমর্থক ও নেতৃত্বরা। সোমবার বিকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শেষে মহাঃ সেলিম বলেন বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিলেন তারা।