ডবল ইঞ্জিন সরকার সবচেয়ে বড় চোর, মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এভাবেই বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীকে তোপ দিল মুখ্যমন্ত্রীর। আমি প্রধানমন্ত্রীর থেকে এমনটা আশা করি না। আমি তাঁর চেয়ারের সম্মান করি, কিন্তু তাঁকেও আমার চেয়ারকে সম্মান করতে হবে। তিনি কেন বলবেন, “বাংলায় সব চোর আছে তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশই সবচেয়ে বড় চোর। মহারাষ্ট্র আর বিহার, এই ডবল ইঞ্জিন রাজ্যগুলোও সবচেয়ে বড় চোর। বাংলাকে বদনাম করতে কতগুলো দল পাঠিয়েছে জানেন? ১৮৬টি দল! ভাবা যায়?