পুঞ্চা ব্লকের সৌরাং প্রাথমিক বিদ্যালয়ে "আমাদের পাড়া আমাদের সমাধান" শিবির পরিদর্শনে এলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বড়াইক।বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ শিবির পরিদর্শন করা হয়,সাধারণ মানুষজনেদের পাড়ায় সমস্যার কথা শোনেন মন্ত্রী সহ আধিকারিকারা।উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, পুরুলিয়া জেলাশাসক রজত নন্দা, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়,মানবাজার মহকুমা শাসক।