Deganga, North Twenty Four Parganas | Aug 23, 2025
একাধিক গাড়িতে নাকা চেকিং করলো দেগঙ্গা থানার পুলিশ। শনিবার সন্ধ্যা সাতটা থেকে রাত নটা পর্যন্ত দেগঙ্গা ব্লকের বিশ্বনাথপুরে টাকি রোডে এই নাকা চেকিং করে পুলিশ। কোন বেআইনি মালপত্র লুকিয়ে চুরিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে কিনা সেটা দেখতেই পুলিশ বসিরহাটগামী একাধিক গাড়িতে তল্লাশি করে। তবে কোন গাড়িতে বেআইনি কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে কলকাতা থেকে বসিরহাটে বাংলাদেশ সীমান্তে যাওয়ার জন্য একমাত্র টাকি রোড ব্যবহার করা হয়। এই রুটে বে