ফাঁদে ফেলে চাপ সৃষ্টি করেই তৃণমূলে যোগদান করানো হয়েছে অশ্বিনী দেব সিংহ কে, কোচবিহারে বললেন বিজেপি জেলা সভাপতি। উল্লেখ্য শুক্রবার মাথাভাঙ্গা ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশ্বিনী দেব সিংহ যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি। যদিও ফাঁদে ফেলে চাপ সৃষ্টি করেই তাকে যোগদান করানো হয়েছে তৃণমূলে বলে এদিন কোচবিহার জানালেন বিজেপির জেলা সভাপতি। তিনি কি জানিয়েছেন শুনে নেব