যাত্রী বোঝাই নৌকা ডুবি রাণীনগেরে নিখোঁজ ১ জানা গিয়েছে আজ সকালের দিকে মুর্শিদাবাদ জেলার রা রাণীনগর থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত পদ্মা নদীর উপর দিয়ে ৩০ থেকে ৩৫ জন কৃষক নৌকোতে করে চাষের কাজে যাচ্ছিলেন সে মত অবস্থায় নদীর মাঝেই নৌকাডুবি হয় নৌকাতে থাকা কৃষকেরা জলে ভাসতে ভাসতে ফেরত আসলেও একজন নিখোঁজ থাকেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাণীনগর থানা পুলিশ রানীনগর থানা পুলিশ পৌঁছে কুইক রেসপন্স টিমকে খবর দেওয়া হলে তারা এসে পৌঁছালেও এখনো খুঁজে পাওয়া