উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে সিটং এ আটকে নদীয়ার পলাশীপাড়ার পাঁচ পর্যটক। পলাশীপাড়ার বাসিন্দা কৌস্তব দত্ত তার দাদা, বৌদি, বোন এবং ভগ্নিপতির সঙ্গে গত শুক্রবার পাহাড় ঘুরতে সিটং এর উদ্দেশ্যে রওনা দেয় শনিবার তারা পৌঁছায় এবং সেখানে একটি হোমস্টেতে তারা ওঠেন, এরপর থেকেই ভারী বর্ষা এবং বন্যায় পরিস্থিতিতে বিপর্যস্ত পাহাড়সহ উত্তরবঙ্গ। পাহাড়ের বেশ কিছু জায়গায় ধস ও বন্যার কারণে চিন্তায় রয়েছেন পরিবারের লোকজন।