বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবতীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশি এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য হলদিবাড়ি শহরে। জানা যায়, অভিযুক্ত যুবকের নাম কৌশিক সিনহা। তাঁর বাড়ি হলদিবাড়ি শহরে। যুবতীর অসুস্থতার সুযোগ নিয়ে বারংবার তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালায় বলে যুবতীর পরিবারের দাবি। বৃহস্পতিবার রাতে এমন ঘটনা প্রকাশ্যে আসতেই পাশের বাড়ির যুবতীর সঙ্গে এমন কীর্তি মেনে নিতে পারেনি এলাকাবাসীরা। অভিযুক্ত যুবককে ধরে বেধরক মারধর করা হয়।