গড়েরবন্দ এলাকায় পাতা বাবার বাড়িতে উপস্থিত হলেন রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার। শনিবার শ্রীভূমি জেলার গড়েরবন্দ এলাকায় পাতা বাবার বাড়িতে উপস্থিত হলেন রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার। এতে রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার জানান, সামাজিক মাধ্যমে কিছু গুজব ছড়াচ্ছে যে গড়েরবন্দ এলাকায় প্রচন্ড ভিড়ের কারণে কয়েকজনের প্রাণহানি ঘটেছে,কিন্তু এখন পর্যন্ত কোন খবর আসেনি যে কাউর মৃত্যু হয়েছে বলে জানান সার্কেল অফিসার।