This browser does not support the video element.
হবিবপুর: মহাষষ্ঠীর সন্ধ্যায় আলোর ঝলকানিতে উৎসবের রূপে বুলবুলচন্ডী
Habibpur, Maldah | Sep 28, 2025
মহাষষ্ঠীর সন্ধ্যা নামতেই আলোর ঝলকানিতে উৎসবের আবহে সেজে উঠলো গোটা বুলবুলচন্ডী। প্যান্ডেল থেকে প্যান্ডেলে রঙিন সাজে মেতে উঠেছে এলাকা। ষষ্ঠীর প্রতিমা দর্শনে ছোট-বড় সকলে ভিড় জমিয়েছেন মণ্ডপে মণ্ডপে। ঢাকের বাদ্যি আর আনন্দমুখর পরিবেশে শুরু হলো পূজোর আসল আনন্দযাত্রা।