Kakdwip, South Twenty Four Parganas | Aug 14, 2025
রাত দখলে পথে নামলেন কাকদ্বীপ নাগরিক সমাজ কাকদীপ চৌরাস্তায় তারা জমায়েত করে আরজিকর হসপিটালে অভয়া খুনের প্রতিবাদে কাকদ্বীপের নাগরিক সমাজ আজ কাকদ্বীপ চৌরাস্তা মোড় থেকে ইয়ং স্টফ মোড় থেকে চৌরাস্তায় এসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ করে।